বাঁশির যত্ন এবং স্থায়িত্ব বজায় রাখার নির্দেশনা সমূহ

Bansuri Flute

নির্দেশনা ১

পাশ্চাত্য  ধাতব বাঁশির  অসদৃশ উত্তর ভারতীয় বাঁশরী বাঁশি গুলোকে   নিয়মিত বাজানো এবং অপেক্ষাকৃত আর্দ্র আবহাওয়ায় রাখা হলে কোনো নির্দিষ্ট রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। যেমন  বাজানোর পরে ভিতরে মুছা অপ্রয়োজনীয়।

 

নির্দেশনা

গরম শুষ্ক জায়গায় বাঁশি বেশিক্ষণ রাখবেন না। নাহলে শ্বাসের আর্দ্রতার আকস্মিক সংস্পর্শে আসার কারণে ভিতরের অংশ ফুলে যেতে পারে এবং এর ফলে বাঁশ ফাটতে পারে।   

নির্দেশনা

ঠান্ডা পরিবেশে খেলা এড়িয়ে চলুন। বাঁশির ভিতরে উষ্ণ শ্বাস-প্রশ্বাস দ্রুত প্রসারিত করবে এবং বাঁশির বাইরের পৃষ্ঠটি তাপমাত্রা কমাবে এবং অব্যবহৃত রাখবে, যার ফলে ফাটল সৃষ্টি হবে।

নির্দেশনা

চরম তাপমাত্রার সংস্পর্শে আসা এড়িয়ে চলুন।

নির্দেশনা

নিশ্চিত করুন যে আপনার বাঁশির উভয় প্রান্তে সুতাবাঁধা দ্বারা সুরক্ষিত। আপনার বাঁশের বাঁশির দীর্ঘ ও সুরক্ষিত রাখার জন্য সুতাবাঁধা অত্যাবশ্যক।

নির্দেশনা

দীর্ঘমেয়াদে, বারবার আর্দ্রতা এবং আর্দ্রতার ওঠানামার প্রভাব থেকে বাঁসুরিকে রক্ষা করতে তেল দেওয়া সাহায্য করে যথাযথ ভাবে তেল প্রয়োগ করা না হলে জানলে, তেল দেওয়া থেকে বিরত থাকুন।

 

অনুবাদ – জুবায়ের মালিক

Translated by Zubair Malik

Flute Trainer

International Flute Training Centre

Original Article by Pankaj Vishal

“Handbook of Bansuri

বাঁশির যত্ন এবং স্থায়িত্ব বজায় রাখার নির্দেশনা সমূহ – International Flute Training Centre

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× How can I help you?